তাফহীমুল ইসলাম: বাঁশখালী উপজেলা চত্বরে আয়োজিত তিনদিন ব্যাপী বৃক্ষ মেলা রোববারে সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মহসিন, কৃষি কর্মকর্তা রাসেলুল কাদের, শিক্ষা কর্মকর্তাসহ অন্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, বৃক্ষমেলা শুরু হয় গত ৪ আগস্ট, শুক্রবারে। এতে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি প্রধান অতিথি থেকে বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেছিলেন।