মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদঃ বাঁশখালী উপজেলাকে পর্যটন উপজেলা সরকারী ঘোষণার দাবীতে বিকাল ৩ টায় বাঁশখালীস্থ সামাজিক সংগঠনএকুশে ফাউন্ডেশন’র (ইএফ) পক্ষ থেকে চট্টগ্রাম জেলাপ্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শামিম উল্লাহ আদিলের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন ১৭নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগ নেতা এসএম সামাদ, পশ্চিম বাঁশখালী বঙ্গবন্ধু পরিষদ সেক্রেটারি শাহেদ আলম। বাঁশখালী শেখ রাসেল স্মৃতি সংসদের সেক্রেটারি রাসেল ইকবাল, মহিউদ্দিন মাহমুদ,ছাত্রনেতা রিয়াদুল ইসলাম রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষে জেলাপ্রশাসকের নিকট স্মারকলিপি তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা আলাপকালে সম্ভাবনাময় বাঁশখালী উপজেলা সম্পর্কে অবগত করেন তাকে। বাঁশখালী উপজেলা পর্যটন সম্ভাবনাময় একটি গুরুত্বপূর্ণ জোন। সরকারি ঘোষনা পেলেই সম্ভাবনার জনপদ হয়ে উঠবে বাঁশখালী উপজেলা।