বাঁশখালী কমল স্মৃতি সংসদের উদ্যোগে ৪ অাগষ্ট শুক্রবার বাঁশখালী উপকূলীয় অঞ্চলে দুই সহস্রাধিক ফলজ, বনজ, ঔষধি বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সংসদের আহ্বায়ক ওসমান গনি মুজাহিদের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহব্বায়ক বেলাল মাহমুদের পরিচালনায় বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ, বাঁশখালী উপকূলীয় দারুল ইসলাহ দাখিল মাদ্রাসা, পশ্চিম বাঁশখালী চাঁপাছড়ি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, নদীর পাড়, রাস্তার দ্বার ও খালি জায়গায় এ বৃক্ষরোপণ করা হয়। তাছাড়া স্থানীয় ব্যক্তিবর্গের হাতে বনজ, ফলজ, ঔষধি গাছের চারা তুলে দেন সংসদের সদস্যরা।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিত আরো উপস্থিত ছিলেন বাঁশখালী কমল স্মৃতি সংসদের যুগ্ম আহব্বায়ক মোঃ আজিম উদ্দিন, জালাল উদ্দীন, নুরুল মোস্তাফা সিকদার, মোহাম্মদ নুর উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম, ওমান প্রতিনিধি হেফাজ উদ্দীন, সদস্য মোহাম্মদ নয়ন মনি, মোহাম্মদ আনিসুজ্জামান আনিচ, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ ওয়াজেদ, মোহাম্মদ এনামসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
আহ্বায়ক ওসমান গণি মুজাহিদ বলেন, দেশ ও দশের স্বার্থে আমাদের বৃক্ষরোপণে মনোযোগী হওয়া উচিৎ। একটি গাছ একটি মানব জীবনের আত্মার মতো।
তিনি আরো বলেন, উপকূলীয় অঞ্চলে যদি সবুজ দেয়াল গড়ে তোলতে পারি তাহলে কিছুটা হলেও প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পাব।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল মাহমুদ বলেন, বাঁশখালী উপকূল বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সাগর-নদী ভাঙ্গন রোধে বৃক্ষরোপণের বিকল্প নাই। বাঁশখালীর সকল সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতি বৃক্ষরোপনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।- [প্রেস বিজ্ঞপ্তি ]