বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রকৌশলী তারেক মঈনউদ্দীনের পরিচলনায় ও প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে বাঁশখালী মিয়ার বাজারে এসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী মোশারফ হোসেন, প্রকৌশলী মিজবাহ উদ্দিন প্রমুখ।

এতে বক্তারা বলেন স্বাধীনতার ৪৭ বছরে ও বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি। বাংলাদেশে মুক্তিযোদ্ধারা এখনো ভিক্ষা করে দিন কাটায়। তাই দেশের সার্বিক উন্নয়নে সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভার সভাপতি বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাবের সমন্বয়ক প্রকৌশলী নজরুল ইসলাম বাঁশখালীর সকল ইঞ্জিনিয়ারকে বাঁশখালীর সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করার লক্ষ্যে বাঁশখালীর ইঞ্জিনিয়ার্স ক্লাবের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি