মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী: ১৪টি ইউনিয়নের মধ্যে সরল ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী রশিদ আহমদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পুকুরিয়া ইউনিয়নে আসহাব উদ্দিন (বিএনপি) ৬০৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আক্তার হোছাইন পেয়েছেন ৩৫৩০ ভোট।
সাধনপুর ইউনিয়নে মহিউদ্দিন চৌধুরী খোকা(আ’লীগ) পেয়েছেন ৫৬১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আহছান
উল্লাহ চৌধুরী পান ৪৭৮০ ভোট।
কালীপুরে এড,শাহাদত আলম(আ’লীগ) পেয়েছেন ৯৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
আমিনুর রহমান চৌধুরী (বিএনপি) পেয়েছেন ৫২৮৯ ভোট।
খানখানাবাদে বদরুদ্দিন চৌধুরী(আ’লীগ) পেয়েছেন ৫০৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী জাহেদ আকবর জেবু পেয়েছেন ৪২৪৩ ভোট।
বাহারছড়ায় তাজুল ইসলাম (আ’লীগ) পেয়েছেন ৪৬১২ ভোট।তার প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ বিদ্রোহী রেজাউল করিম ইউনুচ পেয়েছেন ৪০৮৩ ভোট।
বৈলছড়িতে কফিলউদ্দিন (আ’লীগ) পেয়েছেন ৪৫২৬ ভোট।তার প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম খলিল (বিএনপি) পেয়েছেন ৩৪৪৯ ভোট।
শেখেরখীলে মোঃ ইয়াছিন (আ’লীগ) পেয়েছেন ৫১৭২ ভোট। তার নিকটতম
মাওলানা হামেদ হাছান (জামায়াত সমর্থিত) পেয়েছেন ৪৯২৮ ভোট।
চাম্বলে মুজিবুলহক(আ’লীগ) পেয়েছেন ৮০৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী নেওয়াজ চৌধুরী ইরান (জামায়াত সমর্থিত) পেয়েছেন ৬৩৮০ ভোট।
পুঁইছড়িতে সুলতান উল গনি চৌধুরী
( আ’লীগ)পেয়েছেন ৭৭৮৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.সোলাইমান(জামায়াত সমর্থিত) পেয়েছেন ৪৯৫৬ ভোট।
ছনুয়ায় মোঃ হারুন(স্বতন্ত্র) পেয়েছেন ৬১১২ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল হক চৌধুরী (বিএনপি) পেয়েছেন ৪০১৪ ভোট।
কাথারিয়ায় শাহজাহান চৌধুরী (বিএনপি)পেয়েছেন ৩৩৬৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইবনে আমিন (আ’লীগ) পেয়েছেন ৩০৯৫ ভোট।
শীলকূপে মো.মহসিন (বিএনপি)পেয়েছেন ৪৯৭৭ ভোট। তার নিকটতম মোজাম্মেল হক সিকদার (আ’লীগ) পেয়েছেন ৩৮৭৮ ভোট।
বহুল আলোচিত সমালোচিত
গণ্ডামারায় সকলকে চমকে দিয়ে মোঃ লেয়াকত আলী(বিএনপি) পেয়েছেন ৮১৯৩ ভোট।তার প্রতিদ্বন্দ্বী আরিফ উল্লাহ(জামায়াত সমর্থিত) পেয়েছেন ৪১৬২ ভোট।