BanshkhaliTimes

বাঁশখালী আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন মাওলানা জহিরুল ইসলাম

বাঁশখালী টাইমস: চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

একাদশ সংসদে নির্বাচনের লক্ষ্যে তিনি গতকাল এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী নিবন্ধন হারানোর পর দলীয় প্রতীকে নির্বাচনের সুযোগ না থাকায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে জানান।
এ প্রসঙ্গে তিনি বাঁশখালী টাইমসকে বলেন- ‘বিগত দিনগুলোতে চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান হিসেবে সততার সাথে বাঁশখালীর উন্নয়নে কাজ করেছি। এবারও ইনশা আল্লাহ নির্বাচিত হলে বাঁশখালীকে সমৃদ্ধ জনপদে রূপ দিবো।’

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *