তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস)- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মেয়র ও এমপি মাহমুদুল ইসলাম চৌধুরী। তাঁর পক্ষে বেলা তিনটার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে মনোনয়ন দাখিল করেন তাঁর বড় ভাই লেখক ও গবেষক আহমদুল ইসলাম চৌধুরী। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরী, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ফখরুদ্দীন চৌধুরী ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
