তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস): একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীকের মনোনয়ন ফরম দাখিল করেছেন অধ্যাপক মুনিরুল ইসলাম আশরাফী।
তিনি আজ বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বরাবরে তাঁর মনোনয়নপত্র জমা দেন। জমাদান কালে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু তাহের ছিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, এড. মহিউদ্দিন চৌধুরী, যুবনেতা সাহাব উদ্দিন, মোঃ হুমায়ুন কবীর জাহেদ, শহীদুল ইসলাম, সেনানেতা শফিউল বশর, শওকত আলী, প্রকৌশলী মিজানুর রহমান মামুনুর রশিদ খায়রুল বশর সাজ্জাদ হোসাইন আব্দুল আলীম, হাফেজ ওসমান প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মুনিরুল ইসলাম আশরাফী বাঁশখালীর খ্যাতনামা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জলদী হোসাইনিয়া কামিল মাদরাসার বাংলা বিভাগের অধ্যাপক। তাঁর বাড়ি বাঁশখালীর সরল ইউনিয়নের অন্তর্গত মিনজিরীতলায়।