তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস): একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে মনোনয়ন দাখিল করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- সাবেক চেয়ারম্যান মাওলানা আরিফুল্লাহ, জামায়াত নেতা মোখতার হোসাইন সিকদার, এডভোকেট আবু নাছের, মাওলানা মহিউদ্দীন, ছাত্রনেতা দিদারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে জহিরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেনকে।