বাঁশখালী টাইমস: চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে নৌকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাঁশখালী আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
আজ দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে তিনি এই মনোনয়ন ফরম জমা দেন। এসময় তিনি প্রাইভেট টিভি চ্যানেলকে তার তাৎক্ষণিক সাক্ষাৎকারও প্রদান করেন।
ফরম জমা দেওয়ার সময় তাঁর সাথে ছিলেন সাইফুদ্দীন আহমেদ রবি, সুলতানুল কবিরপুত্র চৌধুরী মুহাম্মদ গালিব, পৌরমেয়র সেলিমুল হক চৌধুরী, চেয়ারম্যান এড. শাহাদাত হোসেন, চেয়ারম্যান মুজিবুল হকসহ একঝাঁক নেতাকর্মী।
এসময় তিনি নৌকার পক্ষে সবার জন্য দোঅা ও সহযোগিতা চেয়েছেন।