বাঁশখালী টাইমস: এবার বাঁশখালী আসনে বিএনপির প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মক্কা প্রাদেশিক বিএনপির সিনিয়র উপদেষ্টা ও মক্কা মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ফেরদৌস চৌধুরী মিঠু।
দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক জীবন, দলের প্রতি তাঁর সমূহ ত্যাগ বিবেচনা করে জনগণ ও দলের হাইকমান্ড মনোনয়ন দিলে নির্বাচনে আসবেন বলে জানিয়েছেন তিনি।
বিএনপি নেতা ফেরদৌস চৌধুরী মিঠু স্কুল জীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত। তিনি ১৯৮৭ সালে স্কুল ছাত্রদলের জিএস, ১৯৯১ সালে বৈলছড়ী ইউনিয়ন ছাত্রদলের জিএস, ১৯৯২ সালে চট্টগ্রাম গভঃ কমার্শিয়াল কলেজের জিএস প্রার্থী ছিলেন।
১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯৪ সালে জেদ্দা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পরবর্তীতে জেদ্দা বিএনপির সহ-সভাপতি হন।
বিএনপির এই নেতা ১/১১’র সময় মক্কা প্রাদেশিক বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি ও পরে আহবায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হন। মক্কা প্রাদেশিক কমিটির জিএস পদে পাঁচ বছরসহ মক্কা মহানগর বিএনপির সভাপতি ও সর্বশেষ মক্কা প্রাদেশিক বিএনপির সিনিয়র উপদেষ্টা নির্বাচিত হন তিনি।
এ প্রসঙ্গে ফেরদৌস চৌধুরী মিঠু বাঁশখালী টাইমসকে বলেন- আমার পুরো রাজনৈতিক জীবন শহীদ জিয়ার আদর্শে নিবেদিত। পদ কিংবা ক্ষমতার লোভে কখনও লালায়িত ছিলাম না। দলের প্রতি আমার ভূমিকা ও ত্যাগ পর্যালোচনা করে কেন্দ্র মনোনয়ন দিলে বাঁশখালীবাসীর সেবা করতে চাই। বাঁশখালীর মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।
ফেরদৌস চৌধুরী মিঠু ছাত্রজীবন হতেই বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বিভিন্ন সময় এলাকায় শীতবস্ত্র বিতরণ, দুঃস্থ ও অসহায় মানুষদের সহযোগিতাসহ সমাজসেবায় ভূমিকা রাখেন।
সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি কুলীন সংসদ কর্তৃক শ্রেষ্ট সমাজসেবী স্বর্ণপদকেও ভূষিত হন।
তাছাড়া তিনি মক্কাস্থ প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থেকেই সহযোগিতার হাত প্রসারিত করেন। মক্কায় তিনি দলের কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূল কর্মীদের আস্থার ঠিকানা হিসেবে পরিচিত। তিনি নক্ষত্র চট্টগ্রামের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
প্রসঙ্গত, তাঁর বাড়ি বাঁশখালীর বৈলছড়ী ইউনিয়নে।