তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিনজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী। তিনি বেলা সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে মনোনয়ন দাখিল করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার লোকমান, সহ-সভাপতি জহিরুল ইসলাম আলমগীর, ফজলুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
