তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালী সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক কাজী মোহাম্মদ সোলেমান। গত ২৫ শে ডিসেম্বর তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম আজাদের স্থলাভিষিক্ত হন। শাহ আলম আজাদ গত ২৪ শে ডিসেম্বর ৬০ বছর পূর্তিতে অবসরে গেলে কলেজের জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সোলেমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে কাজী মোহাম্মদ সোলেমান বাঁশখালী টাইমসকে বলেন, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমি গত ২৫ তারিখ দায়িত্ব গ্রহণ করেছি। কলেজের ঐতিহ্য রক্ষায় আমি সর্বাত্মক চেষ্টা করবো। কলেজকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনাও রয়েছে আমার।’ এসময় কলেজকে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন নবনিযুক্ত এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ।