মাস্টার নজির আহমদ ট্রাস্ট কর্তৃক পরিচালিত আম্বিয়া খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে বরাবরের মত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও ৭ম বার্ষিক মাহফিল আগামী ৫ ডিসেম্বর, ২০১৯, রোজ- বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে, ইনশা-আল্লাহ। বাংলাদেশের বিখ্যাত ক্বারীদের পাশাপাশি আন্তর্জাতিকদের মধ্যে ক্বারীদের মধ্যে মিসর, তাঞ্জানিয়া, ভারতের বিশ্বনন্দিত ক্বারীরা সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতে অংশ নিবেন।
এবারের ক্বেরাত সম্মেলন ও বার্ষিক মাহফিলের মূল আকর্ষণ পবিত্র হারাম শরীফের মুফতি ও প্রফেসর, আল বাহা ইউনিভার্সিটি শাইখ ড. মিশআল বিন হুমাইদ আল-লিহাইবী। তিনি সহ মাওলানা আনোয়ার আল আযহারী, মুহাদ্দিস, হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয় তাকরীর পেশ করবেন। আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও ৭ম বার্ষিক মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করবেন শাইখ ড. মিশআল বিন হুমাইদ আল-লিহাইবী।
সকাল ৮ ঘটিকা হতে বাদে যোহর পর্যন্ত বাঁশখালীর বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ইসলামী সাংষ্কৃতিক প্রতিযোগিতা। ট্রাস্টের পক্ষ থেকে সাংষ্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সকলের প্রতি দাওয়াত রইল।
