BanshkhaliTimes

বাঁশখালী আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজে পাঠ্যপুস্তক বিতরণ

BanshkhaliTimes

তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস: বাঁশখালীর গন্ডামারার আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি চেয়ারম্যান লেয়াকত আলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মীর কাশেমের সভাপতিত্বে ও ছৈয়দ নুর রানার সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের শিক্ষক সিফাত চৌধুরী, আরজি সুলতানা, আহছানুল জামাল, ওবাইদুল হক, জান্নাতুন নাঈম, জোবাইদা আকতার, শারাবান তাহুরা, অভিভাবক সদস্য আমিন উল্লাহ, নুর মুহাম্মদ, আবুল বশর, ছাবের আহমদ, শাহেদা আকতার, আবদুল জব্বার, নুর মুহাম্মদ, ইলিয়াস আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান লেয়াকত আলী শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, ‘বাঁশখালীর গন্ডামারায় একটি স্কুল প্রতিষ্ঠা করাটা আমার স্বপ্ন ছিল। আমার সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। আমি চাই, এই স্কুল হোক একটি ব্যতিক্রমধারার প্রতিষ্ঠান। চট্টগ্রামের নামীদামি স্কুলের সাথে আমাদের প্রতিষ্ঠান প্রতিযোগিতা করুক। শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসুক। আজ আমরা শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছি। এরপর ড্রেসসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হবে।’

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *