বাঁশখালী টাইমস: চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত সমূহে বার্ষিক ইনস্পেকশন উপলক্ষে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বাঁশখালী পরিদর্শনে আসেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি বাঁশখালীর কৃতি সন্তান বোরহান উদ্দিন।
পরিদর্শনে তিনি বাঁশখালী আদালতের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় বাঁশখালী আইনজীবী সমিতির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি দিলীপ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এআরএম তকছিমুল গণি ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জসিম উদ্দীন, বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোশারফ হোসেন, সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সৈয়দ মাহবুবুল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাইনুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাঁশখালী আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুল আবছার, অ্যাডভোকেট মুজিবুল হক, অ্যাডভোকেট শামসুল ইসলাম, অ্যাডভোকেট দীপংকর দে, অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ধর, বাঁশখালী আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট দিদারে আলম, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল আলম চৌধুরী বাবুল প্রমুখ।
মতবিনিয় সভা শেষে বিচারপতি বোরহান উদ্দিন বাঁশখালী আদালত ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।