বাঁশখালী উপজেলার আদালত ও ফায়ার সার্ভিসের নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার সকালে গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ১৬ প্রকল্পের মধ্যে বাঁশখালীর আদালত ভবন ও ফায়ার সার্ভিসের নতুন অফিস উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, যুগ্ম জেলা ও দায়রা জজ বাঁশখালী আদালত মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, সিনিয়র সহকারী জজ সৈয়দ মাহাবুব আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মো. ইয়াছিন, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আসহান উদ্দিন, বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি দিলীপ কুমার দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট এ.আর.এম তকছিমুল গণি ইমন, সহ ফায়ার সার্ভিস ডিফেন্স এসোসিয়েশনের বিভাগীয় কর্মকর্তাসহ স্থানীয় উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আদালত ভবন ও ফায়ার সার্ভিসের নতুন অফিস উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতার জন্য বাঁশখালীবাসী নতুন আদালত ভবন ও ফায়ার সার্ভিসের নতুন ভবন পেয়েছে। আর কোন অপশক্তি যাতে আদালত ভবন পুড়িয়ে না দেয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
সূত্র: আজাদী