BanshkhaliTimes

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ২০০৬ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস. এস. সি ব্যাচ-২০০৬ এর পক্ষ
সোমবার (২মে) ৩০শে রমজান, ১৪৪৩ হিজরি বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস. এস. সি ব্যাচ-২০০৬ এর পক্ষ থেকে উপজেলা সদরস্থ ইয়েলো ক্যাপসিকাপ রেস্টুরেন্টে এক ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত ইফতার ও আলোচনা সভায় নুরুল মোক্তাদির ফয়সাল, শাহজাদা মো. জুলকারনাইন, মিসবাহ উদ্দিন সোহেল, মিজানুর রহমান, আলী ইমরান জিকু, মো. মিজান বিন তাহের, জুনায়েদ হাবিব, মো. জাহেদুল ইসলাম, তপন দত্ত, আরিফুল রহমান, আলী হোসেন, রাইহানুল ইসলাম, মো. আলমগীর, সমীর দাশ সহ ব্যাচ এর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় তারা সবাই স্কুল জীবনের স্মৃতিতে ফিরে যায়। আলোচনা শেষে ব্যাচের সদস্য শাখাওয়াত হোছেন রোকন এর আব্বা বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী স্যারের রোগ মুক্তির কামনা মোনাজাত করা হয় এবং ব্যাচের পরবর্তী কার্যক্রম সুষ্ঠ পরিচালনা করা সকলের সম্মতিক্রমে এক কার্যকরী কমিটি গঠন করা হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *