বাঁশখালী টাইমস: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের ২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান গতকাল ১৯ ফেব্রুয়ারি বাঁশখালী ইকোপার্কে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বাঁশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারের পাদদেশে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি বাঁশখালী ইকোপার্কে গিয়ে শেষ হয়। দুপুরে ইকোপার্কের রেস্ট হাউজ মিলনায়তনে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ’০৬ ব্যাচের শিক্ষার্থী নুরুল মুক্তাদির ফয়সাল। আরও বক্তব্য দেন বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন দাশ, পুলিশ সদস্য এএসআই রুবেল, মিজানুর রহমান, আমেরিকা প্রবাসী রাসেল বড়ুয়া, চাকুরিজীবী মিনহাজ, জুলকার নাইন শাওন, ব্যাংকার শাখাওয়াত হোসেন রোকন, আসিফুল কবির, সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহের, ব্যাংকার আব্দুর রহিম, পৌর কার্য সহকারী আলী হোসেন, অনুপম দে, সাগর, বিশ্বজিৎ, কাইচার, ইমন, মানিক,কার্তিক, রুবেল,ডালিম, কোকন,কাজল দেব,সাঈদুল হক প্রমুখ।
এতে বেলা তিনটায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এ সময় ’০৬ ব্যাচের শিক্ষার্থীরা নেচেগেয়ে আনন্দ উল্লাসে দিনটি উদযাপন করেন।
