মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্কুল ক্যাম্পাসে সোমবার (১৮ নভেম্বর) সম্পন্ন হয়েছে।
সাধারণ অভিভাবক প্রতিনিধি হিসেবে প্রত্যক্ষ ভোটে মু. আজগর হোসেন (৫৬৮), ঋষিকেশ বিশ্বাস (৪১৬), মু. লিয়াকত আলী (৩২০), মোস্তাফিজুর রহমান (৩২০) নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন পারভিন আক্তার, সাধারণ শিক্ষক প্রতিনিধি মু. মোরশেদুল হাছান চৌধুরী ও মিল্টন কান্তি দেব। সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মাহবুবা খানম, দাতা সদস্য প্রবীর কুমার দাশ।
প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. ইসতিয়াক আহমদ।
অবাধ, নিরপেক্ষ ও সুষ্টুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন মু. ইসতিয়াক আহমদ।