
বাঁশখালী টাইমস: বাঁশখালী আইনজীবী সহকারী সমিতির নির্বাচন আজ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শামসুল ইসলাম হেলাল।
এতে সিনিয়র সহ সভাপতি পদে মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি মো. ইস্কান্দর, সহ-সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন, অর্থ সম্পাদক আবদুল গোফরান, দপ্তর ও প্রচার সম্পাদক মো. ইমতিয়াজ এবং কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শফিউল আলম, ঝন্টু ঘোষ, আনিসুল হক ও মো. জমির উদ্দিন।
এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট তকছিমুল গণি ইমন, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আবু ছালেহ।