বাঁশখালী টাইমস: বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এডভোকেট সামশুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ দিদারুল আলম। আজ বুধবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টায় ভোটগ্রহণ শেষ হয়।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক এডভোকেট মনিরুল আলম চৌধুরী। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন সহসম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ নাছের, দপ্তর সম্পাদক পদে এডভোকেট সাইফুদ্দীন, তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট এডভোকেট শহীদুল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে লিংকন তালুকদার। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট আব্দুল খালেক, নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট শওকত ইকবাল চৌধুরী, এডভোকেট নাজমুল আলম চৌধুরী।
বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এএইচএম জিয়া উদ্দিন।