মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন রবিবার (৬ অক্টোবর) দুপুর ১২ টা থেকে ৪টা পর্যন্ত আদালত ভবনে অনুষ্ঠিত হয়। নির্বাচনের সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে আলহাজ্ব এডভোকেট নুরুল আবছার পায় ৩০ ভোট আর এডভোকেট সোলতান এস ছবুর পান ১১ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৪ জন পদপ্রার্থীর মধ্যে এডভোকেট এস এম তোফাইল বিন হোসানইন পান ২৫ ভোট, এডভোকেট আবু রাফি মো: তকছিমুল গনী ইমন ৯ ভোট।
এডভোকেট শ্রীকন্ঠ বিশ্বাস পান ২ ভোট ও এডভোকেট অসিমা দেবী পান ৫ ভোট। এতে ২৫ ভোট পেয়ে এডভোকেট তোফাইল বিন হোসাইন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ সভাপতি পদে এডভোকেট রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক পদে এডভোকেট দিদার,অর্থ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নাছের, দপ্তর সম্পাদক নাজমুল আলম চৌধুরী ও সাংস্কতিক সম্পাদক এডভোকেট সাইফুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শেখ রিদুয়ানুল হক, অ্যাডভোকেট আমিন ও এডভোকেট ভূষন মোহন ধর।
নবনির্বাচিত কর্মকর্তারা বার সমিতির উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।