বাঁশখালীসহ চট্টগ্রামে ১০ নম্বর মহা বিপদ সংকেত: নিরাপদ আশ্রয়ে চলে যাবার আহবান
বাঁশখালী টাইমস: উপকূলে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ‘মোরা’! ক্রমেই শক্তিশালী হয়ে ৭ নং থেকে ১০ নম্বর বিপদ সংকেতে উন্নীত হয়েছে। উপকূল এলাকার সবাইকে জরুরী মালামাল, শুকনা খাবার, গবাদি পশুসহ আশ্রয়কেন্দ্রগুলোতে চলে যাবার আহবান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিকট অতীতে ঘূর্ণিঝড় রোয়ানুর ব্যাপক ক্ষয়ক্ষতি, ৯১ সালে স্মরণকালের সর্বোচ্চ জান-মালের ক্ষতি এখনও বাঁশখালীবাসীকে কাঁদায়।
কোন অবহেলা না করে দ্রুত নিরাপদ সরে যেতে আশে পাশের সবাইকে অবহিত করুন। সংবাদটি ছড়িয়ে দিয়ে সর্বোচ্চ জনসচেতনতা সৃষ্টি করুন।