BanshkhaliTimes

বাঁশখালীর ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন যারা

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী ১৪টি ইউনিয়নের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। বইছে নির্বাচনী হাওয়া। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছে।

পুরাতন ও বর্তমান চেয়ারম্যানদের পাশাপাশি নতুন অনেক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করছে। সোমবার (১৭মে) সন্ধ্যা পর্যন্ত বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে চেয়ারম্যান পদে ৮৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৬ জন এবং সাধারণ সদস্য পদে ৬২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে ।

বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পাদনের জন্য ৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে । তাদের মধ্যে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বাহারছড়া, কাথরিয়া ও কালীপুর ইউনিয়নের রিটানিং অফিসারের দায়িত্বে, চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা পুকুরিয়া, সাধনপুর ও খানখানাবাদ ইউনিয়নের রিটানিং অফিসারের দায়িত্বে, চট্টগ্রামের কোতোয়ালী থানার নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান পুইছড়ি ও ছনুয়া ইউনিয়নের রিটানিং অফিসারের দায়িত্বে, চট্টগ্রামের পাঁচলাইশ থানার নির্বাচন কর্মকর্তা রকর চাকমা বৈলছড়ি, সরল ও চাম্বল ইউনিয়নের রিটানিং অফিসারের দায়িত্ব, চট্টগ্রামের চন্দনাইশ থানার নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম শেখেরখীল, শিলকুপ ও গন্ডামারা ইউনিয়নের রিটানিং অফিসারের দায়িত্ব পালন করবেন বলে বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়।

সোমবার বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে
“কালীপুর” ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন তাদের মধ্যে যথাক্রমে বর্তমান চেয়ারম্যান মোহাঃ শাহাদাত আলম পিতাঃ নুরুল আমিন, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী পিতাঃ সাইফুর রহমান চৌধুরী, মোঃ খালেকুজ্জামান পিতাঃ নুরুজ্জামা, মোহাম্মদ রহিম উদ্দীন পিতাঃ আমীর হোসেন, মোঃ নোমান পিতাঃ মোঃ তৈয়ব, কায়সার হামিদ পিতাঃ মোহাম্মদ সেলিম, এ এন এম ফরহাদুল আলম পিতাঃ নুরুল আমিন। সাধারন সদস্য পদে ৪৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন মনোনয়ন পত্র দাখিল করে।

“কাথরিয়া” ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন তাদের মধ্যে যথাক্রমে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ শাহ জাহান চৌধুরী পিতাঃ অলি আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী পিতাঃ মোহাম্মদ রফিক আহমদ চৌধুরী, ইবনে আমিন পিতাঃ ছৈয়দ আহমদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আরিফ, পিতাঃ মোঃ জাফর আহমদ চৌধুরী, সেলিনা আক্তার শেলী স্বামী ইবনে আমিন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন,সাধারন সদস্য পদে ৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।

“বাহারছড়া” ইউনিয়নে চেয়ারম্যান ৬ জন তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম পিতাঃ মৃত এমদাদুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান পিতাঃ আবু তাহের, মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী পিতাঃ খায়ের আহমদ চৌধুরী, এম বখতেয়ার উদ্দীন চৌধুরী পিতাঃ আব্দুল লতিফ চৌধুরী, জয়নাল আবেদীন পিতাঃ হাজী মোহাম্মদ মিয়া, মোঃ মুজিবুর রহমান চৌধুরী পিতাঃ মোঃ আব্দু ছমন চৌধুরী। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন, সাধারন সদস্য পদে ৪৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।

“চাম্বল” ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন তাদের মধ্যে যথাক্রমে বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী পিতাঃ মৃত মোজাম্মেল হক চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এস.এম.আলী নেওয়াজ চৌধুরী পিতাঃ শেখ বদি আহমদ চৌধুরী, ফজলুল কাদের পিতাঃ আছহাব মিয়া, মোহাম্মদ এরশাদুর রহমান পিতাঃ ছালেহ আহমদ, আবুল কাশেম চৌধুরী পিতাঃ মাহমুদুল হক চৌধুরী, সাহেদা বেগম নূরী স্বামী মুজিবুল হক চৌধুরী।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, সাধারন সদস্য পদে ৩৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।

“শীলকুপ” ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন তাদের মধ্যে যথাক্রমে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, মোঃ কায়েশ সরওয়ার পিতাঃ মোঃ ইদ্রিস তালুকদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মাওঃ জাফর আহমদ পিতাঃ মৃত বজলুর রহমান, মিজানুর রহমান পিতাঃ হাছান আহমদ সিকদার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পিতাঃ মোহাম্মদ আশরাফ মিয়া চৌধুরী।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, সাধারন সদস্য পদে ৩৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।

“শেখেরখীল” ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ মোরশেদুল ইসলাম ফারুকী পিতাঃ মৃত মৌলানা জিয়াউর রহমান ফারুকী, ফজলুল কাদের চৌধুরী পিতাঃ শফিউল আলম চৌধুরী, শেখ মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী পিতাঃ মোজাফফর আহমদ চৌধুরী, মোঃ আতাউর রহমান পিতাঃ মুহাম্মদ আব্দুস সালাম আজাদ, আজিজুর রহমান পিতাঃ নুর আহমদ চৌধুরী। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন, সাধারন সদস্য পদে ৩৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।

“গন্ডামারা” ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লেয়াকত আলী, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আরিফ উল্লাহ পিতাঃ আব্দুল কাদের , মোহাম্মদ শিহাব উল হক সিকদার পিতাঃ মোহাম্মদ নুরুল হক সিকদার (নৌকা), মোঃ আজিজুল হক পিতাঃ হাজী তোতা মিয়া, জেসমিন আক্তার স্বামীঃ মোঃ লেয়াকত আলী, মোঃ দিদার হোসাইন পিতাঃ মুহাম্মদ হোসাইন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন, সাধারন সদস্য পদে ৫৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।

“সরল” ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন তাদের মধ্যে যথাক্রমে বর্তমান চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জাফর আহমদ পিতাঃ নওশা মিয়া সওদাগর, মোহাম্মদ ইমরানুল হক পিতাঃ আবদুচ ছবুর, মিজানুর রহমান চৌধুরী পিতাঃ খলিলুর রহমান চৌধুরী, মোহাম্মদ লেয়াকত আলী তালুকদার পিতা খুইল্লা মিয়া, মোহাম্মদ সালাহউদ্দীন কাদের পিতাঃ মৃত জমির উদ্দীন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন, সাধারন সদস্য পদে ৫৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।

“ছনুয়া” ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, তাদের মধ্যে যথাক্রমে মোঃ মুজিবুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এম.হারুনুর রশীদ, সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, মোহাম্মদ আলমগীর কবির পিতাঃ মোস্তাক আহমদ, মোঃ আমিরুল হক পিতাঃ নজরুল ইসলাম, সাজ্জাদুল হক পিতাঃ মখলেছুর রহমান, আনিছ উল হক চৌধুরী পিতাঃ খোরশেদ আলী। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন, সাধারন সদস্য পদে ৫১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।

“পুকুরিয়া” ইউনিয়নে ৪ জন তাদের মধ্যে যথাক্রমে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, বর্তমান চেয়ারম্যান মোঃ আসহাব উদ্দীন তার ছেলে জয়নাল আবেদীন ও বোরহান উদ্দীন মাহমদ নওয়াজ (নৌকা)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন, সাধারন সদস্য পদে ৩৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।

“খানখানাবাদ” ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন তাদের মধ্যে যথাক্রমে মোঃ জসিম উদ্দিন হায়দার (নৌকা) পিতাঃ মোঃ নুরুল ইসলাম, ইছরাত জাহান পিনন স্বামী মোঃ জসিম উদ্দিন হায়দার, স্বতন্ত্র প্রার্থী ওয়াজেদ মোহাম্মদ পিতাঃ আবু ছিদ্দিক, মোহাম্মদ জাহেদুল হক পিতাঃ মোজাহের আহমদ, মোহাম্মদ নজরুল ইসলাম পিতাঃ মাহফুজুর রহমান চৌধুরী, মোঃ নেজাম উদ্দীন পিতাঃ কবির আহমদ, এনামুল হক চৌধুরী পিতাঃ সমশুল আলম চৌধুরী , জিয়াউল হক চৌধুরী পিতাঃ মাহফুজুর রহমান চৌধুরী , মোঃ আকবর হোছাইন পিতাঃ মৃত দানু মিয়া । সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন, সাধারন সদস্য পদে ৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।

“পুঁইছড়ি” ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন তাদের মধ্যে যথাক্রমে জাকের হোসেন চৌধুরী (নৌকা) পিতাঃ সুজায়েত আলী চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী রেজাউল আজিম চৌধুরী পিতাঃ ছৈয়দ আহমদ চৌধুরী, মোহাম্মদ সোলাইমান পিতাঃ তাহের আহমদ, মোহাম্মদ তারেকুর রহমান পিতাঃ মৃত নজির আহমদ, মুহাম্মদ মুবিনুল হক পিতাঃ মুহাম্মদ জাফর আহমদ , কবির আহমদ পিতাঃ মৃত আব্দুস ছোবহান , শাকের উল্লাহ পিতাঃ রেহেন আলী, নুর মোহাম্মদ ফরহাদুল আলম চৌধুরী পিতাঃ মোঃ নুরুল আলম, তফাজ্জল হোসেন চৌধুরী পিতাঃ সুজায়েত আলী চৌধুরী। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন, সাধারন সদস্য পদে ৪৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।

“সাধনপুর” ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন তাদের মধ্যে যথাক্রমে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী খোকা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ আহসান উল্লাহ চৌধুরী, খোন্দকার মোহাম্মদ সালাহ উদ্দীন কামাল, চৌধুরী মিয়া মোহাম্মদ আশেক এলাহী, আরিফ উল্লাহ চৌধুরী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন, সাধারন সদস্য পদে ৪৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।

“বৈলছড়ি” ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন তাদের মধ্যে যথাক্রমে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ মনছুরুল আলম, রাশেদ আলী, আবদুল ওয়াহ্হাব পিতাঃ মাস্টার মাহফুজ আলী, মুহাম্মদ ইউসুফ পিতাঃ কবির আহমদ, মোঃ জামাল উদ্দীন পিতাঃ নুরুল আমিন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, সাধারন সদস্য পদে ৩৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে।

সর্বমোট চেয়ারম্যান পদে ৮৯ জন , সংরক্ষিত সদস্য পদে ১৬৬ জন, সাধারন সদস্য পদে ৬২৭ জনের মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।

প্রঙ্গগত, গত ২৫ এপ্রিল নবম ধাপে (পরিশিষ্ট-ক) ১৩৫ টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ইভিএম পদ্ধতিতে বাঁশখালী উপজেলার ১৪ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আজ ১৭ মে, বাছাই ১৯ মে,বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২২ থেকে ২৫ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে ও ভোটগ্রহণ হবে ১৫ জুন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *