বাঁশখালীর ( Banshkhali ) হাফেজকে পাগড়ী পরালেন মুফতি শফি (দা.বা.)

শাইখুল ইসলাম অাল্লামা অাহম্মদ শফি (দা. বা.) রাউজান ডাবুয়া অারব নগর মাদরাসার হিফয সম্পন্নকারী চার জন শিক্ষার্থীকে মর্যাদার পাগড়ী প্রদান করেন। এদের মধ্যে একজন হাফেয ছিলেন বাঁশখালীর ( Banshkhali ) চাম্বল ( Chambol ) ইউনিয়নের সাহাব উদ্দীন।

 

আজ ১৫ নভেম্বর ২০১৬, রাউজান অারব নগর অানোয়ারুল উলুম মাদরাসার হেফজ বিভাগের

৪ জন শিক্ষার্থীকে পূর্ণ কোরঅান মজিদ হিফয সম্পন্ন

করায় তাদের কে সম্মানসূচক পাগড়ী প্রদান করেন

বাংলাদেশ ক্বওমী মাদরাসা (বেফাক) শিক্ষাবোর্ডের

চেয়ারম্যান হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম এর মহাপরিচালক অাধ্যাত্বিক যুগের সম্রাট শাইখুল ইসলাম অাল্লামা অাহমদ শফি সাাহেব (দা. বা.)।

 

এই অনুষ্ঠান আজ সকাল ৯ টার সময় হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠান অারব নগর অানোয়ারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কে.এম.

অালমগীর মাসউদ অারবনগরী কে হাটহাজারী মাদরাসায় দাওরা হাদীস অধ্যায়ন সম্পন্নও বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ডিগ্রী অর্জন করায় শিক্ষার কৃতিত্ব হিসাবে মর্যাদার পাগড়ী প্রদান করেন। পাগড়ী প্রদান অনুষ্ঠান শফি সাহেবের সহযোগী ছিলেন বিশিষ্ট শাইখুল হাদীস অাল্লামা জুনাইদ বাবুনগরী সাাহেব, নূরানী তা’লিমুল কোরঅান বোর্ডের মহাসচিব মাওলানা মুফতী জসিম উদ্দীন সাাহেব, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা অাশরাফ অালী নিজামপুরী, মাওলানা ওমর সাহেব, হযরতের খাদেম মাওলানা শফি, অনুষ্টানে উপস্তিত ছিলেন অারব নগর মাদরাসার শিক্ষক মাওলানা জয়নুল অাবেদীন,মাওলানা জিয়া

উদ্দীন কুতুবী, হাফেজ মাওলানা এনামুল হক,

হাফেজ অারমান অারবনগরী,শওকত

ককস বাজার।

 

“পাগড়ীপ্রাপ্ত ছাত্ররা হলো- ছাত্র সাজেদুল্লাহ অাল মাসউদ

পিতাঃ মাওলানা,কে,এম,অালমগীর মাসউদ অারবনগরী, অারব নগর, ডাবুয়া, রাউজান চট্টগ্রাম।

 

ছাত্র মোহাম্মদ অাল কায়সার

পিতাঃ অাবুল খায়ের

অারব নগর, ডাবুয়া রাউজান চট্টগ্রাম।

 

ছাত্র সাহাব উদ্দীন

পিতাঃ মরহুম শফিকুর রহমান

চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম।

 

অাবু হোরায়রা সোহাগ

পিতাঃ মোহাম্মদ অালী অাকবর

চর ভদ্রাসন, ফরিদপুর।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *