BanshkhaliTimes

বাঁশখালীর হতদরিদ্র ৩০০০ পরিবারে চেয়ারম্যান লেয়াকত আলীর ত্রাণ বিতরণ

তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস): বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লেয়াকত আলীর অর্থায়নে বাঁশখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে বাঁশখালীর হতদরিদ্র ৩০০০ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে আজ। আজ বেলা বারোটার দিকে বৈলছড়ীর চেচুরিয়াস্থ কে এস বি স্কয়ার কমিউনিটি সেন্টার থেকে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বাঁশখালীর ইউনিয়ন পর্যায়ে এই ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়। এসময় উপস্থিত ছিলেন- বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম হোসাইনী, বৈলছড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন খলিল, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেম্বার আবু মূসা, কালিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ আজিজ, বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী ছাবের আহমদ, বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সিকদার, বিএনপি নেতা মেম্বার ফজল কাদের, মেম্বার ইব্রাহিম, কায়কোবাদ, মুহাম্মদ আজগর, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক বখতিয়ার উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, সিনিয়র সহ-সভাপতি শহিদুল হক, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক তুহিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার মুহাম্মদ শোয়াইব, যুবদল নেতা আলমগির মাহফুজ, মুহাম্মদ হাসান, এয়াকুব হোসেন, মুহাম্মদ হোসাইন সিদ্দিকী, দিলশান, মাস্টার বেলাল, আবদুর রশিদ, ইসহাক ছানুবী, জেলা শ্রমিকদল নেতা ছৈয়দুল হক, আবদুর রশিদ চৌকিদার, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল আলীম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল হাসান হোসাইনি, সাধারণ সম্পাদক ওসমান গণি মুজাহিদ, সিনিয়র যুগ্ন সম্পাদক মুহাম্মদ ইউসুফ, যুগ্ন সম্পাদক আজিম উদ্দীন, মুহাম্মদ রিদওয়ান, পুকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বেলাল উদ্দীন জালাল, সিনিয়র সহ-সভাপতি আদনান হোসেন, খানখানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, সহ-সভাপতি আবু সালেহ মুন্না, কাথরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোসেফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল হক চৌধুরী, সরল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, উপজেলা ছাত্রদলের সদস্য রবিউল আউয়াল হিরু, দিলদার এইচ রানা, শীলকূপ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছাবের আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

এপ্রসঙ্গে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল বাঁশখালী টাইমসকে বলেন- ‘মানবতার এই দুঃসময়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম চলছে। তারই অংশ হিসেবে গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত আলীর অর্থায়নে আমরা বাঁশখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে আজ বাঁশখালীর ৩০০০ হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করেছি। এর আগেও চেয়ারম্যান লেয়াকত আলী বাঁশখালীর ৯০০০ হতদারিদ্রকে ত্রাণ দিয়েছেন। তাছাড়া পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনির পক্ষ থেকে পৌরসভার ১৫০০ এবং আমার পক্ষ থেকে বৈলছড়ীর ১১০০ হতদরিদ্রের মাঝে ইতিপূর্বে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাঁশখালী উপজেলা বিএনপির এই ত্রাণ কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।’

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *