মুহাম্মদ মিজান বিন তাহের: চট্টগ্রামের বহুল প্রচারিত ও পাঠকনন্দিত পত্রিকা দৈনিক পূর্বদেশের সম্পাদক, মাষ্টার নজির আহমদ চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীকে বাঁশখালীতে কর্মরত সকল সাংবাদিকদের জন্য প্রেস ক্লাব ভবন নির্মাণ করার আশ্বাস প্রদান করায় বাঁশখালীর সকল সাংবাদিকদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। গতকাল ১৩ ই জুন ২০১৭ ইং মঙ্গলবার বাঁশখালীতে তার নিজ বাড়িতে এক ইফতার মাহফিলের অায়োজন করেন। ইফতার মাহফিল পূর্বে বাঁশখালীতে” মোরা”র অাঘাতে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারকে উন্নত মানের নতুন টিন ও নগদ ১ হাজার টাকা প্রদান করেন। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত থেকে কুরআন ও হাদিসের আলোকে যাকাত বিষয়ক ও জঙ্গি নির্মুলের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক মাসুম চৌধুরী। এতে উপস্হিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ ফখরুদ্দীন চৌধুরী, শেখেরখীল ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন, ছনুয়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশিদ, চট্টগ্রাম আইন কলেজের ভিপি মোহাম্মদ রায়হান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন, আলেম ওলামা সহ বিভিন্ন স্হরের নেতৃবৃন্দ। ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি আগামী জাতীয় নির্বাচনে বাঁশখালীর আসন থেকে আওয়ামীলীগের পক্ষ থেকে নির্বাচন করার ঘোষনা দেন।
এবং সাথে সাথে বাঁশখালীতে তার নিজ্স্ব অর্থায়নে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সাংবাদিক দের সামনে তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি দৈনিক পূর্বকোন প্রতিনিধি অনুপম কুমার দে অভি, সাবেক সভাপতি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি মুহাম্মদ মুহিবুল্লাহ ছানুবী, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাওঃ শফকত হোসাইন চাটগামী, দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি উজ্জল বিশ্বাস, বাঁশখালী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মোহাম্মদ শফি উল্লাহ, দৈনিক পূর্বদেশ এর স্টাফ রিপোর্টার রাহুল দাশ নয়ন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুল জাব্বার, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক প্রথম আলো প্রতিনিধি হিমেল বড়ুয়া প্রমুখ। মতবিনিময় কালে সাংবাদিকদের পক্ষ থেকে একে একে সবাই বক্তব্য প্রদান করেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সাংবাদিক মিজান বিন তাহের বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের দীর্ঘদিনের প্রাণের দাবি একটি স্থায়ী প্রেসক্লাব ভবনসহ সাংবাদিকদের স্বার্থে কী করবেন প্রশ্ন তুললে তিনি নিজ তহবিল থেকে প্রেস ক্লাব ভবন নির্মাণের ঘোষণা দেন।
রাইট