ডেস্ক: বাঁশখালীর উপজেলার সরল ইউনিয়নে অভিযান চালিয়ে সাতটি রাইফেলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ জুন) ভোরে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘অভিযান চালিয়ে সাতটি রাইফেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য নিয়ে বুধবার বিকেল তিনটায় নগরের হালিশহর ছোটপুল এলাকায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।