BanshkhaliTimes

বাঁশখালীর সন্তান সৈয়দ আবিদুল হকের জজকোর্টে আইনপেশায় অভিষেক

BanshkhaliTimesবাঁশখালী টাইমস: চট্টগ্রাম জেলা জজকোর্টে নিয়মিত চেম্বার করছেন বাঁশখালীর চেচুরিয়ার এডভোকেট সৈয়দ আবিদুল হক। তার রুম নম্বর ০৮ (গ্রাউন্ড ফ্লোর), আইনজীবী শাপলা ভবন, কোর্টহিল, চট্টগ্রাম।

তিনি বাঁশখালীর চেচুরিয়া গ্রামের সম্ভ্রান্ত হক পরিবারের সৈয়দ সমদুল হকের নাতি ও সৈয়দ আহমেদুল হকের সুযোগ্য সন্তান। তিনি শিশু বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ মেজবাহুল হকের ভাতিজা।

শিক্ষাগত জীবনে তিনি ২০০৭ সালে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ২০০৯ সনে হাজেরাতজু বিশ্ববিদ্যালয় কলেজ হতে এইচএসসি পাশ, ২০১৫ সনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি(সম্মান) ও ২০১৭ সনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হতে এলএল.এম পাশ করেন।

তিনি ২০১৮ সনে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অনুষ্ঠিত এডভোকেটশীপ এনরোলমেন্ট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। বর্তমানে জেলা জজ আদালত, চট্টগ্রামে এডভোকেট হিসেবে কর্মরত।

তার সাথে আইনি সহায়তার জন্য যোগাযোগের নম্বর হলো :০১৫৫৮-৯৪৬৬১৭ ও ০১৮৩৭২৩৫৬৩৩। তিনি বাঁশখালীবাসীকে যে কোনো ধরনের আইনি সেবা ও সহায়তাদানে সদা প্রস্তুত বলে জানিয়েছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *