বাঁশখালীর শ্রেষ্ঠ কাব পুরস্কার পেলেন মাস্টার মুহাম্মদ হাছান

তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- বাঁশখালী উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ বিতরণী অনুষ্ঠান আজ দিনব্যাপী বাঁশখালী ইকোপার্কে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা, বড়ঘোনা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার, সদ্য বিদায়ী বাঁশখালী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার হোসেনসহ বাঁশখালীর বিভিন্ন বিদ্যালয়ের ১৬০ জন প্রধান শিক্ষক। অনুষ্ঠানে ২০১৭ সালের বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ স্কুল, ম্যানেজিং কমিটি, কাব শিক্ষক, শিক্ষক, শিক্ষিকাকে ক্রেস্ট প্রদান করা হয়। এতে ২০১৭ সালের শ্রেষ্ঠ কাব শিক্ষকের পুরস্কার অর্জন করেন জালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মুহাম্মদ হাছান। তিনি পুরস্কার অর্জন পরবর্তী অনুভুতি জানাতে গিয়ে বাঁশখালী টাইমসকে বলেন- এই পুরস্কার আমার পথচলাকে আরো বেশি গতিশীল করবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *