বাঁশখালী টাইমস: বাঁশখালীর সন্তান যারা বিভিন্ন কলেজে অধ্যয়নরত কিংবা ভর্তিচ্ছু তাদের পাশে শিক্ষা সহায়তামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পাশে দাঁড়াতে চায় বাঁশখালীর সন্তান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আলমগীর মোহাম্মদ।
এ লক্ষ্যে তিনি বাঁশখালী থেকে এবার যারা শহরের কলেজে ভর্তি হবেন তাঁদের নাম ঠিকানা যোগাড় করার একটা উদ্যোগ নিয়েছেন। শিক্ষার্থীর নাম, মোবাইল নাম্বার ও কলেজের নাম – এই তিনটা তথ্য দিয়ে তাঁকে সহায়তা করার আহবান জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাঁর সাথে যোগাযোগের মাধ্যম- আলমগীর মোহাম্মদ, প্রভাষক, ইংরেজি বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, মুঠোফোন ০১৮২২২৬৪৯৫৬
এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বাঁশখালী টাইমসকে বলেন- শিক্ষাসহায়ক যেকোনো কাজ নিয়ে বাঁশখালীর সন্তানদের পাশে থাকতে চাই। আমাদের ছাত্রজীবনে যে সহায়তাসমূহ আমরা পাইনি তা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই। কাজগুলো হতে পারে এমন- কেউ বই কিনতে না পারলে সহযোগিতা, কেউ পড়ার জন্য টিচার পাচ্ছে না বা সঠিক নির্দেশনা পাচ্ছে না সেক্ষেত্রে সহযোগিতা, মাসে একবার একসাথে এক জায়গায় বসিয়ে শিক্ষালাপ করা, বই পড়তে আগ্রহী করে তোলা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা ইত্যাদি।
সরকারি কলেজের বেশিরভাগ শিক্ষকের সাথে আমাদের পরিচয় আছে। সেই সুবাদে অনেক রকম সহযোগিতা করা যায়।
তাছাড়া এসকল শিক্ষার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বইপড়া, লেখালেখি, একাডেমিক ভালো রেজাল্ট ও মানবিক কাজে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করাও সম্ভব হবে।’