মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: বাঁশখালীতে শঙ্খনদে ডুবে মারা গেলো আপন দুই ভাই। তারা উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকার তৈলারদ্বীপ সেতু সংলগ্ন এলাকায় রবিবার (৮মে) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাইয়ের নাম মোঃ সাহেদ হোসেন (৭) ও মোহাম্মদ রাব্বি হোসেন (৫)। তারা স্থানীয় মোহাম্মদ সাজ্জাদ হোসেনের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে তৈলারদ্বীপ সেতু সংলগ্ন এলাকায় নদের ধারে খেলা করার সময় দুই শিশু পড়ে নদে তলিয়ে যায়। ওই সময় স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে আনোয়ারায় চৌমুহনী সংলগ্ন হলি হেল্থ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।
নিহতদের পিতা সাজ্জাদ হোসেন বলেন, আমার দুই ছেলে নদের ধারে খেলার সময় ডুবে গেলে দুইজনই মারা যায়। ঘটনার সময় আমি কাছেই ছিলাম।
আনোয়ারা হলি হেল্থ হাসপাতালের চিকিৎসক ডাঃ শাহারিয়ার উদ্দিন বলেন, নিহত দুই ভাইকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে তাদের মৃত্যু হয়।