বাঁশখালী টাইমস: সুদূর আফ্রিকায় বাংলাদেশী তথা বাঁশখালীর ব্যবসায়ী স্কুল প্রতিষ্ঠা করেছেন!
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলের কৃতিসন্তান মরহুম দেলোয়ার হোছাইনের সুযোগ্য সন্তান মোহাম্মদ মাইন উদ্দিন লক্ষির নিজস্ব অর্থায়নে আফ্রিকার মোজাম্বিকের মিলানজি শহরে স্কুল প্রতিষ্ঠা করে বাংলাদেশীদের মুখ উজ্জল করেছেন।
জানা গেছে, মাইন উদ্দিন দীর্ঘদিন ধরে মোজাম্বিকে প্রবাসজীবনে আছেন। তার মনে লালন করে আসছিলেন একটা স্কুল প্রতিষ্ঠার। সেটা করতে পেরে তিনি আপ্লুত।
বাংলাদেশিরা কয়েকবছর আগেও সৌদি আরব, আরব আমিরাত, ওমানে যাওয়ার জন্য এম্বেসিতে লাইন ধরত। কিন্তু সেটা কিছুদিন ধরে লাইন পরিবর্তন হয়ে আফ্রিকার দিকে ঘুরেছে। শত শত বাংলাদেশি আফ্রিকার বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে। আর তারা মধ্যপ্রাচ্যের প্রবাসীদের চেয়ে দ্রুত সফল হচ্ছে, আয়-ইনকামও বেশি। আফ্রিকার মোজাম্বিকে যাওয়া বাঁশখালীর ইলশার শহীদুল ইসলাম জানান, আমরা এখানে খুব ভালো আছি। ভালো ব্যবসাও করছি। এখানে এতবেশি বাংলাদেশি আছে যে মনে হয় বাংলাদেশেই আছি!