তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়ায় পলিথিনে মোড়ানো এক নবজাতকের মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ ভোরে চেচুরিয়া বড় মসজিদের পাশের ছড়া থেকে এ লাশ উদ্ধার হয়। জানা যায়, আজ ভোরে পলিথিনে মোড়ানো এই নবজাতকের মৃতদেহ কুকুর টেনে ছড়া থেকে কুলে উঠায়। পরে উৎসুক জনতা নবজাতকের লাশের বিষয়ে নিশ্চিত হতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলা দশটার দিকে বাঁশখালী থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ধারণা করা হচ্ছে, কে কারা এই নবজাতকের লাশটি এক সপ্তাহ আগে ফেলে গেছে। সরেজমিনে দেখা যায়, নবজাতকের মাথা ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
