পৌরসভা প্রতিনিধি: বাণীগ্রাম, নাপোড়া, পুঁইছড়ি, শেখেরখীল, চাম্বলসহ বাঁশখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন অালহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি.। এসময় তার সাথে ছিলেন সাইফুদ্দীন রবি, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান ইয়াসিন চৌধুরী, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, আবুল কালাম আজাদসহ বাঁশখালী অাওয়ামী লীগ, যুুবলীগ, নেতৃবৃন্দ।
মণ্ডপে উপস্থিতকালে পূজা কমিটির কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
বিভিন্ন মণ্ডপে তিনি অার্থিক অনুদানের চেক হস্তান্তর করার সময় বলেন, “বাঁশখালী একটি অসাম্প্রদায়িক এলাকা। এখানে সবাই নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করে। পূজার সার্বিক নিরাপত্তার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করুন।”