বাঁশখালী টাইমস: ইসলামী যুব আন্দোলন বাঁশখালীর শাখার বিভিন্ন ইউনিয়নে একযোগে নতুন কমিটি গঠন হয়েছে।
০৮/০৯/১৭ সকাল ৯:০০ টার সময় ইসলামী যুব আন্দোলন বৈলছড়ী ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে যারা আসছেন তারা হলেন মাওঃ তাওহীদুল্লাহ আমিন _আহবায়ক, আনিছুর রহমান -যুগ্ম আহবায়ক, মুফিজুর রহমান _ সদস্য সচিব।
ছনুয়ার কমিটিতে যারা আসছেন তারা হলেন মাওঃ জোবাইরুল ইসলাম _আহবায়ক, মাওঃ দেলোয়ার হোসাইন _যুগ্ম আহবায়ক, মাওঃ সৈয়দুল আলম _সদস্য সচিব।
বাহারছড়া কমিটিতে যারা আসছেন তারা হলেন মাওঃ হাসান মুরাদ _আহবায়ক, মাওঃ ইমাম হোসাইন _যুগ্ম আহবায়ক, মাওঃ শহিদুল্লাহ _সদস্য সচিব।