বাঁশখালীর প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব মাস্টার জাফর আহমদ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল হাসপাতালে আজ ভোর ৬টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তিনি ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷ আজ বিকাল ৫টা ১৫ মিনিটে পুঁইছড়ি ইউনিয়নের পণ্ডিতকাটা গ্রামের খালিদ বিন জামে মসজিদের মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন বড় পুত্র রোটারিয়ান মুবিনুল হক মুবিন।
জীবদ্দশায় আলহাজ্ব মাস্টার জাফর আহমদ পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, বারবাকিয়া ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসা, দক্ষিণ পুঁইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত সফলতা ও দক্ষতার সাথে শিক্ষকতা করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(বেলাল উদ্দিন)