বাঁশখালীর প্রবীণ শিক্ষাবিদ মাস্টার জমির আহমদের ইন্তেকাল

বাঁশখালী টাইমস: বাঁশখালীর প্রবীণ শিক্ষাবিদ, বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া নিবাসী মাস্টার জমির আহমদ গত রাত ( ২ সেপ্টেম্বর) ১০:৪৫ মিনিটে হাসপাতালে যাওয়ার পথে ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ছয় পুত্র, ২ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

উল্লেখ্য, তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সফলতার সাথে শিক্ষকতাজীবন সমাপ্ত করেন। এলাকার শিক্ষাবিস্তার ও সমাজগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছাড়াও অমায়িক চারিত্রিক গুণাবলীর অধিকারী হওয়ায় তিনি ছিলেন এলাকার ‘সর্বজন শ্রদ্ধেয়’।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *