বাঁশখালী টাইমস: বাঁশখালীতে এই প্রথম কোন কলেজ অনার্স কোর্স চালু করতে যাচ্ছে। চলতি শিক্ষাবর্ষে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা এ দুটি বিষয়ে বাঁশখালীর প্রথম অনার্স কোর্স সম্বলিত কলেজ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে মাস্টার নজির আহমদ কলেজ।
প্রতিষ্ঠার শুরু থেকে ফলাফলে সফলতার ধারাবাহিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এ প্রতিষ্ঠান।
উল্লেখ্য, এ বছর এইচএসসিতেও বাঁশখালীতে সেরা কলেজের গৌরব অর্জন করেছে মাস্টার নজির আহমদ কলেজ।
শিক্ষার্থীদের স্বপ্নের উচ্চশিক্ষা তথা অনার্স পড়ার জন্য সুদূর চট্টগ্রাম শহর কিংবা পটিয়া যেতে হলেও এবার ঘরে বসেই এই ডিগ্রী অর্জনের সুযোগ করে দেয়ায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীমহল।
really?