শফকত চাটগামী: বাঁশখালীর মনকিচর এমদাদুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বর্ষিয়ান আলেম ও মুরুব্বি প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা শাহ আবু বকর সাহেব হুজুর আর নেই। আজ মঙ্গলবার (২০ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে চট্টগ্রামের আল মানাহিল নার্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি… রাজিউন।
এই আলেমের ইন্তেকালে বাঁশখালীর আলেম সমাজ একজন যোগ্য অভিভাবক হারাল। তার ইন্তেকালে বাঁশখালীতে নেমে এসেছে শোকের ছায়া।
আজ সন্ধ্যা ৬ টায় মনকিচর মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
