তাফহীমুল ইসলাম, বাঁশখালী- সনাতন ধর্মের বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজার মহা নবমীতে আজ বাঁশখালীর বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির সদস্য রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন। তিনি আজ সন্ধ্যায় মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন। এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।
রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সব ধর্মের অধিকার নিশ্চিত নিশ্চিত করেছে। সারা দেশে আজ নির্বিঘ্নে উৎসাহ উদ্দীপনায় দূর্গাপূজা উদযাপিত হচ্ছে।’