মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব পুইঁছুড়ি নুনাছড়ি পাহাড়ী এলাকা থেকে নুর নবী (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০মার্চ) ভোর সকালে স্থানীয়রা পাহাড়ে কাজ করতে গেলে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত নুর নবী পুঁইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফইত্যার পাড়ার মৃত ফজল আহমদের ছেলে। বিগত কয়েক বছর থেকে তারা ৪নং ওয়ার্ডে বাস করে আসছিল বলে জানা যায়।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার জানান, খবর পেয়ে ভোরে পুইঁছড়ির নুনাছড়ি পাহাড়ের পাদদেশ থেকে পরিত্যক্ত অবস্থায় জখমী নুর নবীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশের একটি টিম। উদ্ধারকৃত লাশের পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠানো হয়েছে।