বাঁশখালীর উপর দিয়ে চলাচলকারী বাস সার্ভিসসমূহের বাঁশখালীতে কাউন্টার স্থাপন ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে “ঐক্যবদ্ধ বাঁশখালী”র উদ্যোগে আজ ০৮ই জানুয়ারি বুধবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
বাঁশখালীতে পরিবহন নৈরাজ্যের বিরুদ্ধে ও এস আলম, সানলাইনের কাউন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন পূর্বক জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে গত ০৬/০১/২০ রোজ সোমবার। বহদ্দারহাট জামান হোটেলে অনুষ্ঠিত হওয়া উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ বাঁশখালীর মুখপাত্র মানবাধিকার কর্মী আরিফুল হক তায়েফসহ মোহাম্মদ ওয়াহেদ,ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন, মাইমুনুর রশিদ মামুন,শামিমুল্লাহ আদিল, মোহাম্মদ মনিরুল মান্নান কামালী, মোহাম্মদ নিজাম উদ্দীন, মাহাফুজুর রাহমান, শাহাবউদ্দিন,মেসবাহউদ্দিন, মোহাম্মদ আবদু সবুর,মোহাম্মদ জসিমউদদীন ,মোহাম্মদ মুহিব, আব্বাস উদ্দিন, রাকিবুল ইসলাম, ফেরাসুল আলম,শাখাওয়াতুল ইসলাম, সহ চট্টগ্রাম শহরে অবস্থানরত বাশঁখালীর অন্তত ৬০-৭০ জন।
উক্ত আলোচনায় ৫ দফা দাবির ভিত্তিতে আজ ৮ তারিখ বিকেল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হয়।
এতে বক্তরা বলেন বর্তমান সরকারের আমলে বাঁশখালীতে শিক্ষা সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়ন হলেও বাঁশখালীর পরিবহন ভোগান্তির শেষ নেই, বর্তমান সময়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী শহরে থেকে আসাযাওয়া করে থাকে কিন্তু পরিতাপের বিষয় এই যে দীর্ঘদিন যাবত বাশঁখালী আনোয়ারা পরিবহন মালিকসমিতি তাদের একচেটিয়া ও শেচ্ছাসারী ভাবে বাঁশখালীর মানুষকে জিম্মি করে রেখেছে।
সম্প্রতি সানলাইন ও এস আলম সার্ভিস বাশঁখালী রুট ব্যবহার করে চট্টগ্রামে শহরে যাতায়াত করলেও বাঁশখালীর পরিবহন মালিক সমিতির চাপে তারা যাত্রী নিতে পারে না, ফলে বাশঁখালীর মানুষের কষ্টের শেষ নেই। দীর্ঘদিন যাবত এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করে আসছে সাধারণ যাত্রীরা কিন্তু যথাযথ কর্তৃপক্ষের দায়সারা ভাবের জন্য বাঁশখালীর মানুষের সমস্যার কোন সমাধান নেই।
তাই ঐক্যবদ্ধ বাশঁখালী ৪ দফা দাবির ভিত্তিতে কর্মসূচি ঘোষণা করে,
১ সান লাইন ও এস আলম পরিবহন কে ন্যায্য ভাড়ার ভিত্তিতে কমপক্ষে ৪ টি কাউন্টার করে যাত্রী সেবা দিতে হবে
২ বাঁশখালীর সেবাদানকারী সকল পরিবহন গুলোকে সকাল ৬ থেকে সন্ধা ৮ পর্যন্ত সার্ভিস দিতে হবে
৩ কাউন্টার গুলোতে যাত্রীদের যথাযথ বসার ব্যবস্থা ও পয় নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে
৪ কোন ফিটনেস বিহীন গাড়ি রাখা যাবেনা,ও গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে হবে
অন্যতম সমন্বয়ক আতাউল করিম এর সঞ্চালনায় উপরোক্ত দাবী আদায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে আজকের মানববন্ধনে যোগ দিতে আহবান জানানো হয়েছে।