বাঁশখালীর পরিবহণ নৈরাজ্য বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

বাঁশখালী টাইমস: বাঁশখালী সড়কে যানবাহন মালিক-শ্রমিকদের মাত্রাতিরিক্ত স্বেচ্ছাচারিতায় অতিষ্ট বাঁশখালীর লক্ষ লক্ষ অধিবাসী।

এই বিষফোঁড়া যেন স্থায়ীভাবে গেঁথে আছে বাঁশখালীবাসীর ভাগ্যে!

‘কথা নয় আমরা কাজে বিশ্বাসী’ এ স্লোগানকে সামনে রেখে নবগঠিত বাঁশখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন পরিবহণ ব্যবস্থায় চলমান নৈরাজ্য বন্ধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
এ ধারাবাহিকতায় আজ ৩০ আগস্ট সকাল ১০ টায় চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমানের হাতে বাঁশখালী সড়কে ভাড়া কমানোসহ ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফারুক আব্দুল্লাহ, সহ-সভাপতি তপু বড়ুয়া, সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ, অর্থ সম্পাদক তৈয়ব আহমেদ প্রমুখ।

এ বিষয়ে সংগঠনের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিক ফারুক আবদুল্লাহ বাঁশখালী টাইমসকে বলেন- আমরা অসংখ্য উদ্যোগের ভিড়ে হারিয়ে যেতে চাইনা। একটা একটা উদ্যোগের সফল বাস্তবায়নের পর ক্রমান্বয়ে অন্যান্য কর্মপরিকল্পনা গ্রহণ করবো। পরিবহণ ব্যবস্থার নাজুক পরিস্থিতিতে সবাইকে একযোগে সোচ্চার হতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী ও তরুণ সাংবাদিক ওয়াসিম আহমেদ বাঁশখালী টাইমসকে বলেন- জেলা প্রশাসক মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন কয়েকদিনের মধ্যে মোবাইল কোর্ট বসাবেন এবং সংশ্লিষ্টদের সাথে বসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

স্থায়ী ভাড়া কাঠামো প্রণয়ন, ঈদসহ ধর্মীয় উৎসবে যেমন খুশি ভাড়া বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, শিক্ষার্থীদের হাফ ভাড়া, উন্নত যাত্রীসেবাসহ ৯ দফা দাবিতে এ স্মারকলিপি দেয়া হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *