BanshkhaliTimes

বাঁশখালীর নবনির্বাচিত ১৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথগ্রহণ

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১২ টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, নবম ধাপে উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। শপথবাক্য পাঠ করানোর পর জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটিয়ে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে জনসেবায় নিয়োজিত থাকতে হবে। যার যার এলাকায় ট্যাক্স নির্ধারণ করে ট্যাক্স আদায়ে গুরুত্ব দেওয়াসহ জন্মমৃত্যু নিবন্ধন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নিজ নিজ এলাকার চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার প্রত্যয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পগুলো আন্তরিকতরার সাথে বাস্তবায়ন করতে হবে। তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় যেকোনো পরামর্শ ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে সব সময় চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

শপথগ্রহণ অনুষ্ঠানে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *