বাঁশখালীর ডাক
মুহাম্মদ শহীদুল ইসলাম
ইচ্ছে করে গ্রামটা ছেড়ে একটু দূরে,
পাহাড় নদী বন বনানী আসব ঘুরে।
কোথায় যাব ভাবতে থাকি কল্পনাতে,
ভাসতে থাকে নাম ক’খানা জল্পনাতে।
ভাবতে থাকি নীলগিরিতে আকাশ ছোঁব,
আবার ভাবি সমুদ্রে এই শরীর ধোব।
একঘেয়ে এ জীবনটা যে স্বস্তি চায়,
সরলমনা মানুষদের এক বস্তি চায়।
ইচ্ছে করে ইচ্ছে পুষি মনের মাঝে,
লুকিয়ে থাকি সবুজ পাতা বনের মাঝে।
তেমন করে কোথায় যাব ভাবতে থাকি,
পাহাড় নদী হৃদয় মাঝে আঁকতে থাকি।
ইচ্ছে নদী পাহাড় পাব কোথায় গেলে?
বাঁশখালীটা ডাকছে দেখো দু’হাত মেলে।