তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস): বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বাঁশখালীর দুস্থ মানুষদের মাঝে বিতরণের জন্য পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামকে স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ৫০০ বস্তা চাল হস্তান্তর করা হয়েছে আজ। বাঁশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্মার্ট গ্রুপের পক্ষে এই চাল হস্তান্তর করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সিআইপি। এসময় পরিবেশ অধিদপ্তর পরিচালক নূরুল্লাহ, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, পরিবেশ অধিদপ্তর অফিসার জমির উদ্দীন, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্মার্ট গ্রুপ এর আগেও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন মেডিকেলে পিপিইসহ নানা সহায়তা প্রদানের মাধ্যমে জনকল্যাণে কাজ করছে।