বাঁশখালীর ছেলে তরুণ উদ্যোক্তা জিকু’র MANHOOD শোরুম উদ্বোধন

বাঁশখালীর ছেলে তরুণ উদ্যোক্তা জিকু’র MANHOOD শোরুম উদ্বোধন

বাঁশখালী টাইমস: বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে অন্যদের মতো চাকরিকে পেশা হিসেবে না নিয়ে ব্যবসাকে নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে। নিজ মেধা, পরিশ্রম ও কর্মদক্ষতায় গড়ে তুলেছেন দেশব্যাপী নিজস্ব ব্রান্ড। অল্প সময়েই তরুণ উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন ম্যানহুড ফ্যাশন হাউসের সত্ত্বাধিকারী মো: তৈয়বুল আলম জিকু।

প্রতিষ্ঠার পর থেকেই ফ্যাশন সচেতন ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা চট্টগ্রামে ৬ টি শাখার পর সম্প্রতি চট্টগ্রামের বিপনী বিতানে শুভ উদ্বোধন হয়েছে MANHOOD এর সপ্তম শো রুম।

উদ্বোধন করেন এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের পরিচালক মোহাম্মদ ইউসুফ।

এ প্রসঙ্গে ম্যানহুডের সত্ত্বাধিকারী তৈয়বুল আলম জিকু বাঁশখালী টাইমসকে বলেন- গতানুগতিকতার বিপরীতে ভিন্নধারার রুচিশীল প্রোডাক্ট উপহার দিতে আমরা সর্বদা সচেষ্ট। ক্রেতাসাধারণের অবারিত আস্থা ও ভালোবাসায় ম্যানহুড দেশব্যাপী একটি নির্ভরযোগ্য ব্রান্ড হিসেবে পরিচিতি লাভ করছে।

 

আরও পড়ুন :

বঙ্গমাতা ফুটবলে চট্টগ্রাম বিভাগে সেরা বাঁশখালীর মেয়েরা

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *