বাঁশখালী টাইমস- বাঁশখালীর গন্ডামারা বড়ঘোনা প্রবাসী ঐক্য পরিষদ গঠিত হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি বিভিন্ন দেশে অবস্থানকৃত প্রবাসীদের নিয়ে ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এতে সর্বসম্মতিক্রমে দক্ষিণ আফ্রিকা প্রবাসী হেফাজ উদ্দিন সাগরকে সভাপতি, দুবাই প্রবাসী নুরুল কবির চৌধুরী মানিককে সাধারণ সম্পাদক ও কাতার প্রবাসী লোকমান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। এছাড়াও কমিটিতে আফ্রিকা প্রবাসী মো. শাহজাহান চৌধুরী, দুবাই প্রবাসী হেফাজুর রহমান চৌধুরী, দুবাই প্রবাসী রফিকুল ইসলাম সিকদার, দুবাই প্রবাসী জসীম উদ্দীন, সৌদিয়া প্রবাসী জসীম আলী খান ও মালেশিয়া দেলোয়ার হোসেনকে সহ-সভাপতি, মালেশিয়া প্রবাসী মো. ইসমাইল হোসেনকে অর্থ সম্পাদক, দুবাই প্রবাসী মোহাম্মদ মানিককে যুগ্ম-সম্পাদক, সৌদিয়া প্রবাসী মো. বেলালকে সহ-সম্পাদক, ওমান প্রবাসী রাশেদ বিন মোস্তফা আলীকে প্রচার সম্পাদক, মালেশিয়া প্রবাসী মাওলানা নুরুল ইসলামকে ধর্ম বিষয়ক সম্পাদক, মাওলানা মিজানুর রহমানকে দপ্তর সম্পাদক, আফ্রিকা প্রবাসী সরওয়ার হোসেনকে সমাজ সেবা সম্পাদক ও আফ্রিকা প্রবাসী আরফাত হোসেন চৌধুরীকে ক্রীড়া সম্পাদক মনোনীত করে ২৯ জন বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতবৃন্দ সংগঠনের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
(প্রেস বিজ্ঞপ্তি)